যদি
তোমার শরীরে যদি
চোখ হতে পারি একবার
তবে দেখব সুন্দর পৃথিবী
ফুল আরো টুকটুক করে
ঝরবে মাটিতে
নিজের নামের নিচে দাঁড়িয়ে খানিক
জীবনের বাগ্মিতা শুনবো
জেনে নেব
তুমি আছো কাছেই কোথাও
ভূমণ্ডল আলোকিত
স্বতঃস্ফূর্ত পথে।
অভাজনের এপিটাফ
সূর্যের দুয়ারে যদি
হাত পেতে থাকি
কোনোদিন,
যদি বাঁধা পড়ে থাকি মুহূর্তেও
কারো প্রাণে
এই পৃথিবীর,
তবে দাঁড়িয়ো এখানে।
হবে না
হবে না হৃদয় খুলে
অপার্থিব পানীয়ের মতো
নিবিড় গেলাসে ঢেলে
অমৃতের ঢোক পান করা,
নৈশ সাথিদের সঙ্গে বসে,
এ জন্মে হবে না আর তা।
আরও পড়ুন: কবি নুরুল হক আর নেই
মন্তব্য