Browsing: হাসান ইমাম

ছুঁয়ে আছি ॥ শাহানারা ঝরনা বিষাদে ব্যথায় বসে নিরালায় কেউ তো কখনো ভাবে দুখেরি আগুনে পোড়ানো জীবন আর কবে পাল্টাবে?…

শীতার্ত পাথরের মতো ঠাণ্ডা জমাট ভোর চেয়ে আছে খোলা চোখে— যেন কিছু আগে জলে ডুব দিয়ে উঠেছে শিশিরে ভিজে একসা…

একমুঠো একমুঠো ভাত, ভাতের জন্য হাহাকার একমুঠো স্বপ্ন, স্বপ্নের চোখ অন্ধ একমুঠো সুখ, সুখের সংসারে আগুন একমুঠো জীবন, জীবনের মুঠোভর্তি…

গিলোটিন আসুন, আমরা বরং দেশের মাপের খাচায় ফিট করি স্বাধীনতা দৈর্ঘ্য-প্রস্থ-উচ্চতায় রেখে যথাযথ ঠিক করে নেই কণ্ঠ তোলার মাত্রা শাসন-শেকলের…