চিন্তাসূত্র ডেস্ক
দেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ অক্টোবর) সন্ধ্যায় শহরের সাতমাথাস্থ টিএমএসএস ভবনের ৩য় তলায় এই কার্যালয়ের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ভাইস প্রিন্সিপাল কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক।
সাংবাদিক ফরহাদ শাহীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শিশু সাহিত্যিক অ্যাডভোকেট পলাশ খন্দকার, কবি-প্রাবন্ধিক শিবলী মোকতাদির, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, টিএমএসএস মার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান মার্কোনী।
এছাড়া, কবিতা পাঠ করেন ছাপওয়ান আমিন, আবু রায়হান, অরণ্য রাছেল ও এনায়েত হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া লেখক চক্রের সহ-সভাপতি হাবিবুল্লাহা জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক আমির খসরু সেলিম।