অধপাতের দিনগুলো
জ্ঞানের উদ্ধৃতি থেকে প্রাণের সম্প্রীতি—
নেই নেই নেই সেই কোনো ভালো স্মৃতি;
শীর্ষ চূড়া থেকে পাদদেশ, বেদনায়
চিন্তিত খণ্ডিত আহা বিখণ্ডিত আজ;
উন্নতির পথে-ঘাটে শুধু
দেখি পাথরের যত সমাচার সাজ;
তার পাশে দেখি পাতার আড়ালে দোলে
হাতের আঙুল ফুলে কত কলা গাছ!
বেহিসেবী ব্যয় দেখে
স্বপ্নগুলো বড় আলুথালু;
তবু ছুরি হেনে ভাগ আর ভোগ কর—
বোঝ ভালোই কসাই কালু!
বিশ্ববিদ্যালয়ে অভয়ের করিডোরে
ঝিমিয়ে জাবর কাটে, যারা চেতনায়
শিঙয়লা তীক্ষ্ণ…
গুরু
আমাদের অধপাত বুঝি
এভাবেই হলো শুরু, বুক দুরুদুরু!
ইশারার শিস
ইস—ইশারার শিস
ওই ওড়ে দূর চিল বিকেলের ঝিলমিল
ঔ সুমুখের সুস্থির ডানা চক্রকালের
তা না, না তা, না না…
বিকালের ডুব রাত চুপ চুপ!
না বলা যায়, যে কথা—প্রসবের ব্যথা
নিদারুণ কাল
সকালে সূর্যটা লাল—সাহসের হাসি;
সূর্যের হাসিতে ফোটা সবুজ পাতারা
স্বাধিকার ও সাম্যের পথে পথে
সময়ের হয়ে সময় মেটাবে দাবি।
দেখার আনন্দ
চোখের জিম্মা কি হারিয়ে ফেলেছি!
বিমুগ্ধ যাপনে কাটে অবাধ্যের বাঁধ
আনন্দ টুকরোগুলো ঝরে টুপটাপ
অহমেরা ভেঙেচুরে রিনিঝিনি—
মরমে মহোৎসব…
সু-শোভিত চোখেতে চোখের আলোর আলোয়
অদল-বদলে প্রাণ
অদল বদলে প্রাণে হাসিখুশি হা হা
কল্পিত রেখায় স্ফীত ঠোঁটে ঠোঁট ফোটে
অসামান্য ভুল—ফুল—দেখার আনন্দ…।
মানুষ মুখোশ—মুখোশ মানুষ
মানুষ
পারিনি এখনো হতে পারিনি
চোখের ফোকাল বদলে বদলে ঝাপসাকে স্বচ্ছতায়
দেখা-ই জরুরি; ঝাপসা থাকা-ই জিন্দাবাদ!
হাঁটি পরিপাটি আলোকিত—রোশনাই
ভোগের ভাষণ থেকে চারপাশে বিভেদ ছড়াই
মুক্তিদাতা’ মানপত্র
জনে জনে পঠিত হবেই, চাই ভাবনায়—
অথচ তালুতে বন্দি মানবতা, মুক্তি মিলে না না।
পেরেশানি বাড়িয়ে চলেছি
কার চে কে দামি, কম দামি…
নিজ জিদেই আসামি, হারামি—না হার মানি
সঙের সাধনা উপটানেই উজ্জ্বল—
ধাতস্থ শিলপাটার হলুদ বাটানি
স্পেশাল এ ফেসিয়াল, সাথে পেষণের যন্ত্রণা দমে দমে মেশা
সৃষ্টি, ওঙ্কারে স্রষ্টার হন্তারক
সুখ তাড়ি উত্তাপে, নাদান না লায়েক
জিপসী জীবন যার, সিকস্তি সংবাদ…
বিপণ্ণর সংসার
বায়ান্ন তাসের খেল প্রকৃতির
কাছেপাশে সবকিছু নাম—বদনাম
হারজিত হারজিত…
কারও কারও হাতে জিত
যাদুর বালাই…
হক মাওলা!
খেদমতে খালক বুঝি না, মানুষ!
পাশেই ভীষণ কষ্ট,
জীবনে জীবন ভালোবেসে সাজাতে পারি না,
কী অক্ষম
কসম শিরা-ধমনীর কসম
স্রষ্টার সৃষ্টির অপচয় যে বোঝে না
সৃষ্টির সেবাতে সে মজে না
খেদমতে খালক ছাড়া হবে কীভাবে মানুষ;
ও মানুষ, মামুলি এ সাধ জাগে—মানুষ হতাম!
বড়ছোট প্রাণীর কসম
ইচ্ছের উচ্ছাসে মেরে দেই জীব—
প্রাণেতে লাগে না টান;
অভিশাপ বিষ বাণ—জীবনের অনুধ্যান
প্রাণের ছোট্টটি যত্ন পেলে
মানুষ হতেই প্রাণে মানুষ আপ্রাণ…
ও মানুষ, কতটুকু—মানুষ মুখোশ নাকি মুখোশ মানুষ!